এসএসসিতে আশানুরূপ ফল না পাওয়ায় সারাদেশে ৭ শিক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট সময় : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটার দিকে নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতার প্রবাসী মোস্তফা কামালের মেয়ে এবং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “আমরা খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয় সূত্র জানায়, প্রভা এ বছর ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর সে জানতে পারে, ২ বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রভার দাদা জাহাঙ্গীর আলম জানান, ‘তার পিতা মোস্তাফা কামাল প্রবাসে থাকেন, মেয়ের মৃত্যুর খবর শুনে সে প্রবাস থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছে।’
পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহনের বিষয়টিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
অপরদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। নিহত লাবণ্য উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সে সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লাবণ্যকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পরিার ও স্থানীয়দের বরাতে তিনি জানান,আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি একটি বিষয় ফেল করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন লাবণ্য। এর পরেই এই ঘটনা ঘটান।
বগুড়ার শেরপুরে এসএসসিতে এ প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। সে আরডিএ এলাকার আব্দুল বারীর মেয়ে ও আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। এই ঘটনায় তার মায়ের কাছে খুব কষ্ট প্রকাশ করার পর নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার মা দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখতে পান। এসময় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া খুব মেধাবী ছিল। গণিতে এ প্লাস না পাওয়ায় নিজেকে ব্যর্থ ভাবছিল। কেউ কল্পনাও করতে পারেনি সে এতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে ২নং চাড়োল ইউনিয়নের দোগাছি খিড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নজরপুর গ্রামের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা সুলতানা এসএসসিতে ১ বিষয়ে ফেইল করায় আত্মহত্যা করেছে।
এছাড়াও বালিয়াডাঙ্গির মধুপুর এলাকায় একজন, বরিশালের বাহেরচর একজন ও ঠাকুরগাঁয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।










